ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুধ গ্রহের ভূপৃষ্ঠের ছবি প্রকাশ

প্রকাশিত: ২৩:২০, ৬ অক্টোবর ২০২১

বুধ গ্রহের ভূপৃষ্ঠের ছবি প্রকাশ

সৌরজগতের যে গ্রহটি নিয়ে মহাকাশ গবেষকরা সবচেয়ে কম অনুসন্ধান করেছেন সেটি হলো মার্কিউরি, বাংলায় যে গ্রহটির নাম বুধ। এবার সেই মার্কিউরির ভূপৃষ্ঠের ছবি তুলে পাঠিয়েছে ইউরোপ ও জাপানের যৌথ অভিযানের মহাকাশযান। ছবি বিশ্লেষণ করে চাঁদ আর মার্কিউরির ভূপৃষ্ঠের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন গবেষকরা। মার্কিউরির নতুন ছবিগুলো এসেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং জাপান এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ অভিযান ‘বেপিকলোম্বো’ থেকে। ২০১৮ সালে ইউরোপ থেকে মহাকাশে পাঠানো হয় বেপিকলোম্বো। ওই মিশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করবে ‘মার্কিউরি প্ল্যানেটারি অরবিটার’ এবং ‘মার্কিউরি ম্যাগনেটোস্ফেরিক অরবিটার’ মহাকাশযান দুটি। ২০২৫ সালের শেষ ভাগে মার্কিউরির কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে বেপিকলোম্বোর। মিশনটির মূল লক্ষ্য হচ্ছে মার্কিউরির ভূপৃষ্ঠ এবং এর গঠন উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা। সূর্যের এতো কাছে একটি গ্রহ কীভাবে বিকশিত হলো, সেটি এখনও একটি বড় প্রশ্ন মহাকাশ গবেষকদের কাছে। সাড়ে তিন শ’ ডিগ্রী সেলসিয়াস বা ছয় শ’ ৬০ ডিগ্রী ফারেনহাইট অতিক্রম করে যায় গ্রহটির তাপমাত্রা। অন্যদিকে, চাঁদের মতোই মার্কিউরির ভূপৃষ্ঠেও খানাখন্দ আর দানবীয় গহŸরের ছড়াছড়ি ধরা পড়েছে বেপিকলোম্বোর পাঠানো ছবিতে। -দ্য ভার্জ
×