ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত: ০০:২০, ৫ অক্টোবর ২০২১

আনোয়ারায় মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

চট্টগ্রাম অফিস/আনোয়ারা সংবাদদাতা ॥ চট্টগ্রামের আনোয়ারা সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুমের (১৮) মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জয়কালি বাজার থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ড শুরু হলে থানার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে পিএবি সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় । পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মানববন্ধনে নিহত মাসুমের স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে উপজেলা চত্বর। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাসুমকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। নিহতের বড় ভাই মামুন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, আমরা মামলা করতে গেছি কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। এটাকে বিদ্যুতস্পৃষ্ট মৃত্যু বলে চালিয়ে দেয়া হচ্ছে।
×