ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দোষীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ২২:১৯, ৫ অক্টোবর ২০২১

দোষীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রাখাইন যুবক স্বর্ণশিল্পী ও দুবাইপ্রবাসী হ্লাইন হ্লাইনকে (ছেন থেন হ্লাইন) বর্বর নির্যাতনকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে কক্সবাজারের রাখাইন নারীপুরুষরা। নচেত কক্সবাজারের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রাখাইন যুবক স্বর্ণশিল্পী ও দুবাইপ্রবাসী হ্লাইন হ্লাইনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ রাখাইন কমিউনিটি আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। সমাবেশে বক্তারা আরও বলেন, শহরের স্টেডিয়ামপাড়ার শীর্ষ ছিনতাইকারী শহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে তার বাহিনী এই অমানুষিক নির্যাতন করেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বাংলাদেশ রাখাইন কমিউনিটির সভাপতি ক্যানিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক উথেন য়াইন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাংবাদিক সংসদ সভাপতি এম এ আজিজ রাসেল।
×