ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোকিত হলো ৭৫ পরিবার

প্রকাশিত: ০১:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোকিত হলো ৭৫ পরিবার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আমাদের কেরোসিন তেল-দিয়াশলাই খুঁজতে হবে না। সন্তানদের পড়ালেখাসহ নানা কাজে আলোর অভাব হবে না। অন্ধকারে আর ভুতুড়ে অবস্থা বিরাজ করবে না। যেন শহরের মতো লাগছে। শেখ হাসিনার জন্মদিনে আমরা বিদ্যুতের আলোয় আলোকিত হলাম, আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে ভাল রাখেন, সুস্থ রাখেন। কথাগুলো বলছিলেন নীলফামারীর জলঢাকা উপজেলার এখন হতে পল্লীবিদ্যুত সমিতির সুবিধাভোগীরা। মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুতহীন অন্ধকারে থাকা ৭৫টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। সুবিধাভোগী বিধবা তুলশী বালা, প্রতিবন্ধী মনোয়ার হোসেন, স্বামী পরিত্যক্তা রশিদা বেগম জানান, আমরা শ্রমিক পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমাদের সমস্ত সংযোগ খরচ এজিএম সেফাত স্যার দিয়েছেন। আমাদের আজ হতে আর কেরোসিন-দিয়াশলাই খুঁজতে হবে না। যেন শহরের মতো লাগছে। এলাকাবাসী মোজাহার, গোলাপী বেগম, বুলবুলি বেগমসহ অনেকেই জানান, এতদিনে হাট-বাজার হতে কেরোসিন তেল না আনলে তাদের ঘরে কুপি জ্বলত না। ম্যাচের কাঠি না থাকলে এবাড়ি ওবাড়ি ম্যাচ খুঁজতে হতো। এখন হতে তাদের দুঃখ কেটে গেল। সন্তানেরাও পড়ালেখার জন্য অধিক আলোর সুবিধায় এলো। নীলফামারী পল্লীবিদ্যুত সমিতি জলঢাকা জোনাল অফিস এজিএম (ও এ্যান্ড এম) কাজী মোঃ সেফাত রেজা ইবনে হক বলেন, আলোর ফেরিওয়ালার মাধ্যমে নতুনভাবে চলতি সপ্তাহে আমরা ৭৫ জনকে খুঁজে পেয়েছি। মাননীয় প্রধামন্ত্রীর অঙ্গীকার কেউ অন্ধকারে থাকবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাদের আলোকিত করা হলো বিনামূল্যে বিদ্যুত সংযোগ পেয়ে। বিদ্যুত সংযোগ প্রদানকালীন উপস্থিত ছিলেন নীলফামারী পল্লীবিদ্যুত সমিতি সদস্য সেবা এজিএম (এমএস) প্রকৌশলী মোঃ মতিউর রহমান, এ্যান্ড ফোর্সম্যান কো-অর্ডিনেটর রুহুল আমিন, ওয়ারিং পরিদর্শক বেলায়েত হোসেন প্রমুখ।
×