ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ

প্রকাশিত: ০১:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২১

ভারতে ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৭ জন। এর মধ্যে ৪৭ লাখ ৭১ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৮১০ জন। খবর এএফপি, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটার ও ইয়াহু নিউজের। এদিকে ভারতে করোনাভাইরাস পরিস্থিতির নাটকীয় উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে দুইশ’র নিচে। একইসঙ্গে ২০১ দিন পর নতুন শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে ২০ হাজারের নিচে। করোনায় আক্রান্ত জর্দানের যুবরাজ ॥ মধ্যপ্রাচ্যের দেশ জর্দানের যুবরাজ আল হুসেইন বিন আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে এই যুবরাজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
×