ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাপভিত্তিক মোটর চালকদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০১:২০, ২৯ সেপ্টেম্বর ২০২১

এ্যাপভিত্তিক মোটর চালকদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার ॥ মাত্রাতিরিক্ত কমিশন ও পুলিশী হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করেছেন এ্যাপভিত্তিক মোটরগাড়ি চালকরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী কর্মবিরতি পালন ও মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা জানান, আমাদের গাড়ি, জ্বালানি ও শ্রমের বিনিময়ে যে টাকা পাই, তা থেকে আধুনিক কমিশন গ্রহণকারী কোম্পানিগুলো ২৫ শতাংশের বেশি কেড়ে নিচ্ছে। ফলে দিন শেষে আমাদের যা থাকছে, তা দিয়ে সংসার চালানোই দায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাস্তায় বের হলেই বিভিন্ন রকম পুলিশী হয়রানির শিকার হচ্ছি আমরা। আমাদের কোথাও দাঁড়ানোর জায়গা নেই। দাঁড়াতে দেখলেই ট্রাফিক পুলিশ এমন জরিমানা করে যা আমরা ৭ দিনেও আয় করতে পারি না। মানববন্ধনে আন্দোলনকারীরা ৬ দফা দাবি উত্থাপন করেন।
×