ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এয়ার কমোডর (অব.) আবদুস সালাম আজাদকে গ্রেফতারের নির্দেশ

প্রকাশিত: ০১:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২১

এয়ার কমোডর (অব.) আবদুস সালাম আজাদকে গ্রেফতারের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্ত বদলে দেয়ার মামলার আসামি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যদি তিনি দেশের বাইরে থাকেন তাহলে তার বিরুদ্ধে রেড এ্যালার্ট জারি করতে বলা হয়েছে। মঙ্গলবার এ মামলার এক আসামি রুবেলের জামিন শুনানিকালে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি একটা ঘৃণ্য অপরাধ। এ অপরাধের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়। সাহস ভাল তবে দুঃসাহস ভাল নয়। হাইকোর্টে এ মামলার আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেসপাস রাইটার মোঃ রুবেল জামিন চান। ওই আবেদন খারিজ করে দুদককে মামলাটির তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
×