ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গিনেস বুকে নাম লিখিয়েছে সাভারের ছোট গরু রানী

প্রকাশিত: ১৬:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২১

গিনেস বুকে নাম লিখিয়েছে সাভারের ছোট গরু রানী

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ মারা যাওয়ার ৩৯ দিন পর গিনেস বুকে নাম লিখিয়েছে সাভারের ছোট গরু রানী। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারে চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী মোঃ আবু সুফিয়ান। এর আগে সোমবার বিকেলে গ্রিনেস বুক অব রেকর্ড কর্তৃপক্ষ তাকে ইমেইলের মাধ্যমে এই কথা জানিয়েছে। আবু সুফিয়ান বলেন, প্রায় বছর দুয়েক আগে নওগাঁ থেকে গরুটি সংগ্রহ করে আমাদের খামারে আনা হয়। গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি চেয়ে আবেদন করা হয়ছিল। পরবর্তীতে সোমবার বিকেল চারটার দিকে গ্রিনেস বুক অব রেকর্ড কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে জানান রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দেয়া হয়েছে। তিনি বলেন, গিনেস বুক কর্তৃপক্ষ রানির পোস্টমর্টেম রিপোর্টে দেখেছেন হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করা হয়েছিল কিনা? তবে রিপোর্টে এমন কিছুই পায়নি তারা। এরপর রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্থান দেয়া হয়। তবে আক্ষেপের বিষয় হলো স্বীকৃতি পাওয়ার আগে গত ১৯ আগস্ট অসুস্থ হয়ে রানি মারা যায়। উল্লেখ্য, বক্সার জাতের খর্বাকার গরু রানীর ওজন ছিল মাত্র ২৬ কেজি। আর উচ্চতা ২০ ইঞ্চি। নওগাঁর এক খামার থেকে গরুটি কিনেছিল শিকড় এগ্রো লিমিটেড নামে একটি খামার।
×