ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর জন্মদিনে নীলফামারীতে করোনার গণটিকায় ব্যাপক সাড়া

প্রকাশিত: ১২:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে নীলফামারীতে করোনার গণটিকায় ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আজ বুধবার সারা দেশের মতো নীলফামারীতেও শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম। এই গণটিকা উৎসবে জেলার ৬ উপজেলা ও চার পৌরসভায় ৭৫ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে এই ক্যাম্প শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, জেলার ৬ উপজেলার ৬১ ইউনিয়ন ও পৌরসভার ৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। সুত্রমতে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পুরণে ক্যাম্পের প্রতিটি ইউনিয়নে এক হাজার ২০০ করে, নীলফামারী পৌরসভায় ২ হাজার ৭০০ এবং সৈয়দপুর পৌরসভায় ৭ হাজার ৫০০ জন এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, চল্লি¬শোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মধ্যবয়সী নারী কনক লতা বলেন, হামার প্রধানমন্ত্রীর জন্মদিনে আইজ (আজ) টিকা নিবার আইছু (এসেছি)। মোক এই ঠেকার আওয়ামী লীগের লোকজন টিকার কাগজ(নিবন্ধন) করি দিছে। টিকা নিয়া মোক(আমাকে) এ্যালা খুব ভালোই লাগিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার জন্যে টিকা পাঠাইছে। প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হউন বলে দোয়া করেন এই নারী। কুন্দুপুকুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্বরে ওই নারী এমন কথা বলেন। এদিকে গণটিকা কার্যক্রম সফল করতে নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর,জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা মাঠে রয়েছেন। এর আগে গত ৭ আগস্ট সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। ওই দিনের গণটিকায় জেলার ৪২ হাজার প্রথম ডোজ গ্রহীতাদের পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ দেওয়া হয়।
×