ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষার্থীদের জন্য

প্রকাশিত: ০১:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২১

জেএসসি পরীক্ষার্থীদের জন্য

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহু নির্বাচনি প্রশ্নোত্তর: ১. ‘বঙ্গভ‚মির প্রতি’- কবিতায় কবি কার কাছে মিনতি করেছেন? ক. পাঠকের কাছে খ. জন্মভ‚মির কাছে গ. পিতা-মাতার কাছে ঘ. দেশবাসীর কাছে উত্তর : খ. জন্মভ‚মির কাছে ২. বঙ্গভ‚মি কবিতায় কবি নিজেকে কী হিসেবে কল্পনা করেছেন? ক. বার্তাবহ খ. প্রভু গ. দাস ঘ. শিক্ষক উত্তর : গ. দাস ৩. বিদেশে কবি নিজেকে কিসের দ্বারা বশীভ‚ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন? ক. দৈবের খ. মন্ত্রের গ. জ্ঞানের ঘ. ঐশ্বর্যের উত্তর : ক. দৈবের ৪. মানব সমাজে ধন্য কারা? ক. যাদের লোকে ভুলে যায় খ. যাদের লোকে ভোলে না গ. যাদের মানুষ পূজা করে ঘ. যিনি সম্পদশালী উত্তর : খ. যাদের লোকে ভোলে না ৫. কবি বঙ্গভ‚মির কাছে কোনটি হয়ে বেঁচে থাকতে চান? ক. বসন্ত খ. অমৃত হ্রদ গ. প্রকৃতি ঘ. লাল পদ্ম ফুল উত্তর : ঘ. লাল পদ্ম ফুল ৬. কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভ‚মির কাছে কি বর প্রার্থনা করেছেন? ক. সম্পদশালী হতে খ. কীর্তিমান হতে গ. দেবতা হতে ঘ. ক্ষমতাধর হতে উত্তর : খ. কীর্তিমান হতে ৭. ‘কিন্তু কোন গুণ আছে’- এই পংক্তিতে কবি মনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ক. বিনয় খ. হিংসা গ. উদ্ধত ঘ. মানবিক উত্তর : ক. বিনয় ৮. বঙ্গভ‚মির প্রতি কবি কোন দয়া কামনা করেছেন? ক. রেখ মা দাসেরে মনে খ. সেই ধন্য নরক‚লে গ. কিন্তু কোন গুণ আছে ঘ. ভুল দোষ, গুণ ধর উত্তর : ঘ. ভুল দোষ, গুণ ধর ৯. বঙ্গভ‚মি কবিতায় কবি স্বদেশের প্রতি প্রকাশ করেছেন- i) শ্রদ্ধা ii) একাগ্রতা iii) ভক্তি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উত্তর : ঘ) i, ii ও iii ১০. ‘তামরস’- শব্দের অর্থ কী? ক. লাল পদ্ম খ. পদ্ম গ. তামাটে ঘ. ফুল উত্তর : খ. পদ্ম নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই! ১১. উদ্দীপকের কবিতাংশটি বঙ্গভ‚মি কবিতার সাদৃশগত দিক কোনটি? ক. স্বদেশপ্রেম খ. অমরত্ন লাভ গ. মানবতা ঘ. প্রকৃতি প্রেম উত্তর : খ. অমরত্ন লাভ ১২. উদ্দীপকে কবির আকুতি ও ‘বঙ্গভ‚মির প্রতি’ কবিতায় কবির আকুতি কার কাছে করেছেন? ক. প্রকৃতির কাছে খ. বিধাতার কাছে গ. জন্মভ‚মির কাছে ঘ. পাঠকদের কাছে উত্তর : গ. জন্মভ‚মির কাছে ১৩. মাইকেল মধুসূদন দত্ত হলেন- i) প্রথাবিরোধী লেখক ii) মহাকবি iii) মরমি সাধক নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উত্তর : ক) i ও ii ১৪. অমৃত হ্রদে পড়লে কোনটি গলে না? ক. মুষিক খ. মক্ষিকা গ. ইঁদুর ঘ. মাকড়সা উত্তর : খ. মক্ষিকা ১৫. চিরন্তন সত্য ফুটে উঠেছে নীচের কোন পংক্তিতে? ক. সেই ধন্য নরকুলে খ. জীবতারা যদি খসে গ. জন্মিলে মরিতে হবে ঘ. লোকে যারে নাহি ভুলে উত্তর : গ. জন্মিলে মরিতে হবে ১৬. বঙ্গভুমির প্রতি কবিতায় ‘জীবতারা যদি খসে’- চরণটিতে কী বোঝানো হয়েছে? ক. জীবনের সৌন্দর্য খ. জীবের প্রতি দয়া গ. জীবনের গতিময়তা ঘ. জীবনের অবসান উত্তর : ঘ. জীবনের অবসান ১৭. ‘বঙ্গভ‚মির প্রতি’- কবিতাটি কোন ধরনের কবিতা? ক. গীতি কবিতা খ. সনেট গ. মহাকাব্য ঘ. পত্র কাব্য উত্তর : ক. গীতি কবিতা ১৮. ‘বঙ্গভ‚মির প্রতি’ - কবিতায় কোনটি তীব্র ভাবে প্রকাশ পেয়েছে? ক. প্রকৃতি প্রেম খ. স্বদেশের প্রতি শ্রদ্ধা গ. মানবতাবোধ ঘ. সাহিত্য প্রেম উত্তর : খ. স্বদেশের প্রতি শ্রদ্ধা ১৯. ‘মধুহীন করো না গো তব মনঃ কোক নদে’- এখানে মধুহীন বলতে কী বোঝানো হয়েছে? ক. নিরাশ খ. স্বাধীন গ. অমৃতহীন ঘ. স্বাদহীন উত্তর : ক. নিরাশ ২০. ‘মধুময় তাম রাস’- বলতে কী বোঝানো হয়েছে? ক. মধু মাখানো পদ্ম খ. মিষ্টি তালের রস গ. সুন্দর পদ্ম ঘ. লাল পদ্ম উত্তর : গ. সুন্দর পদ্ম
×