ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত ব্যক্তির সই জাল করে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০১:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২১

মৃত ব্যক্তির সই জাল করে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কোর্ট রিপোর্টার ॥ করোনায় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পূবালী ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন চকবাজার শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ শরীফ প্রধান এবং এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। এ অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে মোস্তাফিজুর রহমান আলমগীরের শ্যালক সালেহ আহমেদ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ শেষে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সোমবার বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম (রিপন) মামলার বিষয়টি জানান।
×