ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে প্রস্তুত কাবুল বিমানবন্দর

প্রকাশিত: ০১:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে প্রস্তুত কাবুল বিমানবন্দর

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারলাইনগুলো চাইলেই যেকোন সময় বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামা করাতে পারবে বলে জানিয়েছে আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবান। খবর এনডিটিভি ও আলজাজিরার। এক বিবৃতিতে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সব সমস্যার সমাধান হয়েছে। বিমানবন্দরটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সম্পূর্ণ রূপে সচল। ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ সব এয়ারলাইনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিচ্ছে এবং আশা করছে, যেসব দেশ ও এয়ারলাইন অতীতে কাবুলে নামতো, তারা ফ্লাইটগুলো আবার চালু করবে। এদিকে তালেবান আফগানিস্তানের রাজধানী দখল নেয়ার পর থেকেই নারীদের চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করেছে। এ অবস্থায় রাজধানী কাবুলে নারীদের জন্য চালু হওয়া একটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হতে যাচ্ছে। এক বছর আগে চালু হওয়া প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নারী উদ্যোক্তা নীলাভ। তিনি জানান, ‘আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।
×