ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র মেলেনি, সাফে খেলা হচ্ছে না এলিটার

প্রকাশিত: ০০:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২১

ছাড়পত্র মেলেনি, সাফে খেলা হচ্ছে না এলিটার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত বাফুফেকে ব্যর্থই হতে হলো। এলিটা কিংসলের জন্য ফিফা থেকে ছাড়পত্র আনতে পারল না তারা। ফলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না এই আলোচিত ফরোয়ার্ড। ফলে ২৭ জনের প্রাথমিক দলে রাখলেও ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে নাইজিরিয়ান বংশোদ্ভূত এলিটাকে বাদ দিতে বাধ্য হয়েছেন কোচ অস্কার ব্রæজোন। ফলে ৩১ বছর বয়সী এলিটার পÐশ্রম হলো এই কদিনের অনুশীলনে ঘাম ঝরানো। কিংসলেকে না পাওয়া প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ফিফা থেকে এখনও ছাড়পত্র আসেনি। সাফের আগে আসবে না। এটা সময়সাপেক্ষ বিষয়। অন্তত কয়েক মাস লেগে যায়। তাই কিংসলেকে সাফে খেলানো যাবে না, এটা নিশ্চিত করে বলতে পারি।’ এর আগে বসুন্ধরা কিংস এএফসি কাপে এলিটা কিংসলেকে নিয়ে মালদ্বীপে গেলেও তাকে খেলাতে পারেনি ফিফার অনুমতি না থাকায়। এদিকে কোভিড টেস্টের রেজাল্ট পাওয়ার পর সোমবার রাতে চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ অস্কার। বাদ পড়েন মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান ও মানিক মোল্লা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ॥ আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মণ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা, মোহাম্মদ হৃদয়।
×