ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউবি’র এপিএ বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

বাউবি’র এপিএ বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ে (বাউবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন, অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে দিনব্যাপি এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে সুশাসন, শুদ্ধাচার, ইনোভেশনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সকলকে এপিএ বাস্তবায়ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার মোস্তফা আজাদ কামাল। কর্মশালার সভাপতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ টিম লিডার ড. মুহা: শফিকুল আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এপিএ কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে সামগ্রিক ধারণা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট নাজনীন আখতার সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, পরিচালকগণ, বিভাগীয় প্রধান, এপিএ ফোকাল পয়েন্টগণসহ বিভিন্ন অফিসের শাখা প্রধানগণ অংশ গ্রহণ করেন। কর্মশালায় ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকগণ দূর প্রযুক্তিতে একই সঙ্গে অংশ নেন। দিনব্যাপি এ কর্মশালায় এপিএ বাস্তবায়ন, অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
×