ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাপল গ্রিসের ক্রিট দ্বীপ, নিহত ১

প্রকাশিত: ২১:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাপল গ্রিসের ক্রিট দ্বীপ, নিহত ১

অনলাইন ডেস্ক ॥ গ্রিসের ক্রিট দ্বীপে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে একটি গির্জার গম্বুজ ধসে একজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবারের এ ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ও সরকারি দপ্তরগুলো ছেড়ে রাস্তায় বের হয়ে আসে এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গ্রিসের ভূকম্পনবিদ ইফথিমিওস লেকাস ভূমিকম্পটিকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করে এরপর শক্তিশালী পরাঘাত হয়েছে বলে জানিয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আরকালোখোরি শহরের একটি গির্জার গম্বুজ ধসে এক ব্যক্তি মারা গেছেন। গির্জাটিতে সংস্কার কাজ চলছিল। বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নয় জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় ক্রিটের প্রধান শহর হেরাক্লিয়নের বহু বাসিন্দা খোলা জায়গায় বের হয়ে আসেন। স্কুল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে মাঠে অথবা শহরের চত্বরগুলোতে চলে যেতে বলা হয়। “কয়েক সেকেন্ড ধরে বেশ শক্তিশালী কম্পন অনুভূব করেছি,” স্কাই টেলিভিশনকে বলেছেন শহরটির মেয়র। এথেন্সের জিওডাইনামিক ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৮ মাত্রার ছিল এবং এটির উৎপত্তি ক্রিটের দক্ষিণপূর্বাঞ্চলীয় আরভি শহরের ২৩ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর আগে ইউরোপীয়ান মেডাটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটি ৬ দশমিক ৫ মাত্রার বলে জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ ছিল বলে জানিয়েছে। গ্রিসের দ্বীপগুলোর মধ্যে ক্রিট সবচেয়ে বড় ও জনবহুল। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, দ্বীপটিতে ছয় লাখ ৩৪ হাজারেও বেশি মানুষ বসবাস করে।
×