ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিথুয়ানিয়ার অভিযোগ মূল্যায়নে বিশেষজ্ঞের দ্বারস্থ শাওমি

প্রকাশিত: ২১:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

লিথুয়ানিয়ার অভিযোগ মূল্যায়নে বিশেষজ্ঞের দ্বারস্থ শাওমি

অনলাইন ডেস্ক ॥ ফোনে সেন্সরিং ফিচার আছে – লিথুয়ানিয়া সরকারের এমন দাবি মূল্যায়নে তৃতীয় পক্ষীয় বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছে শাওমি। সোমবার এই প্রসঙ্গে এক বিবৃতি দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। “আমরা যেহেতু কিছু নির্দিষ্ট আবিষ্কারের বৈশিষ্ট্য নিয়ে বাদানুবাদ করছি, সেহেতু আমরা প্রতিবেদনে উল্লেখিত আলোচিত অংশ মূল্যায়নে একজন স্বাধীন তৃতীয় পক্ষীয় বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছি”-- বিবৃতিতে বলেন শাওমি মুখপাত্র। সম্প্রতি লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোক্তাদের চীনা ফোনের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এর অভিযোগ, শাওমি ফোনে বিল্ট-ইন সেন্সরশিপ সক্ষমতা রয়েছে। ওই দাবির একদিন পরেই শাওমি বলেছিল, তাদের ডিভাইস “ব্যবহারকারীর প্রাপ্ত বা প্রেরিত যোগাযোগ সেন্সর করে না।” মূল্যায়নের জন্য ঠিক কোন তৃতীয় পক্ষীয় সংস্থার শরণাপন্ন হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি শাওমি। রয়টার্সকে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র শুধু জানিয়েছেন, সংস্থাটি ইউরোপ ভিত্তিক। সেন্সরশিপের অভিযোগে শাওমি জানিয়েছিল, তারা পর্নোগ্রাফির মতো সুনির্দিষ্ট কিছু কনটেন্টের হাত থেকে ব্যবহারকারীকে বাঁচাতে বিজ্ঞাপনী সফটওয়্যার ব্যবহার করে থাকে। শিল্পে এরকম অনুশীলন ‘স্ট্যান্ডার্ড’ বলেও দাবি করেছিল প্রতিষ্ঠানটি। নিজ প্রতিবেদনে লিথুয়ানিয়ার এনসিএসসি বলেছিল, ইউরোপে বাজারজাতকৃত শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে ‘তিব্বত মুক্ত করো (Free Tibet)’, ‘তাইওয়ানের স্বাধীনতা দীর্ঘজীবি হোক (Long live Taiwan independence)’ এবং ‘গণতন্ত্র আন্দোলন (democracy movement)’-এর মতো স্লোগান চিহ্নিত করে সেন্সর করার বিল্ট-ইন ক্ষমতা আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, শাওমি’র মি১০টি ৫জি ফোনের ওই সেন্সরিং সক্ষমতা “ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে” বন্ধ রয়েছে, কিন্তু দূর থেকে চালু করে নেওয়া যাবে যে কোনো সময়ে। পরবর্তীতে শাওমি’র মুখপাত্র দাবি করেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের ‘জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন’ মেনে চলে শাওমি। গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো ইউরোপে শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থানটি দখলে নেয় শাওমি। মহাদেশটিতে এক কোটি ২৭ লাখ ফোন বিক্রি করে রেকর্ড গড়েছিল প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, লিথুয়ানিয়া ও চীনের রাজনৈতিক সম্পর্কে সম্প্রতি বেশ অবনতি ঘটেছে। অগাস্ট মাসে লিথুয়ানিয়ায় তাইওয়ান নিজস্ব মিশনের নামকরণ ‘তাইওয়ান রিপ্রেজেন্টেটিভ অফিস’ করার সিদ্ধান্ত নেওয়ার পর ইউরোপীয় দেশটির রাষ্ট্রদূতকে বেইজিং থেকে ফিরিয়ে নিতে বলে চীন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে নিজস্ব প্রতিনিধি ফিরিয়ে আনার হুমকিও দিয়েছিলো চীন সরকার।
×