ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চানখারপুলে মেস থেকে সাবেক ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২০:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

চানখারপুলে মেস থেকে সাবেক ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার চানখারপুলের এক মেস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ বছর বয়সী মাসুদ আল মাহদী ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। চাকরির প্রস্তুতি নিতে চানখারপুল নাজিমউদ্দীন রোডের স্বপ্ন ভবনের অষ্টম তলার একটি কক্ষে আরও দুজনের সঙ্গে থাকতেন তিনি। আজ সোমবার বিকেলে ওই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিন মোল্লা জানান। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ওই কক্ষে মাহদীর ছাড়াও আরও দুজন থাকতেন। তারা সকাল ৯টার দিকে বেরিয়ে যান। বেলা ২টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পর তারা আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে মাহদীর ঝুলন্ত লাশ দেখতে পান বলে আমাদের জানিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, পাশের কক্ষের একজন বেলা ১২টার দিকেও মাহদীর সঙ্গে কথা বলার কথা পুলিশকে জানিয়েছেন। তার মানে ওই দুপুরের দিকেই ঘটনাটা ঘটেছে। মৃতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হবে। সেখানে রিপোর্টে জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন। সেটার উপর ভিত্তি করে এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। মাসুদ আল মাহদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি থাকতেন মাস্টার দা সূর্যসেন হলে। তার বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদে।
×