ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রকাশিত: ১৯:০১, ২৭ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মেশিন টুলস ফ্যাক্টরীর এক শ্রমিকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। জেলার ভাওয়াল গাজীপুর ও কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের মাটিকাটা এলাকায় রবিবার দিবাগত রাতে এ দূর্ঘটনা দু’টি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম- শাহিদুল ইসলাম (৩৫)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার ফাউগান গ্রামের ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম শিমুলতলী এলাকার মেশিন টুলস ফ্যাক্টরীতে কাজ করতেন। জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্পের এসআই শহীদুল্লাহ জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুর মহানগরের ভাওয়াল গাজীপুর এলাকায় রবিবার রাত ১১টার দিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন শাহিদুল ইসলাম। পরে ঢাকাগামী অপর ট্রেন অগ্নিবীনা এক্সপ্রেসের চালক ও পরিচালকের কাছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লঅশ উদ্ধার করে। এদিকে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের মাটিকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। তার পরনে জিন্স প্যান্ট ও সাদা রঙের শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে গিয়ে একই ট্রেনের নীচে কাটা পড়ে সে। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
×