ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফকির আলমগীরের নামে সড়কের নামকরণ

প্রকাশিত: ২২:০০, ২৬ সেপ্টেম্বর ২০২১

ফকির আলমগীরের নামে সড়কের নামকরণ

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নামে এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুরবাগান (ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল) থেকে বিজয় সরণির এরোপ্লেন মোড় পর্যন্ত সড়কটি শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম সড়ক নামে নামকরণ করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভায় ওই দুটি সড়কের নতুন নামকরণ করা হয়। সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে। সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
×