ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মচারী গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেয়া বিষয়ে রুল

প্রকাশিত: ২১:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

কর্মচারী গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেয়া বিষয়ে রুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কর্মচারীকে গ্রেফতারের জন্য সরকারের পূর্বানুমতি নেয়ার বিধানকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, জানতে রুল জারি করেছেন আদালত। এছাড়া সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও সাবেক এনডিসি রাহাতুল ইসলামকে বরিশাল ডিসি অফিসে দেয়া পোস্টিং (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে একই ফৌজদারি মামলার অপর তিন আসামিকে পোস্টিং না দেয়ার বিষয়ে বিরত থাকতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতেও রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রবিবার এসব রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তাকে সহযোগিতা করেন আইনজীবী ইশরাত হাসান।
×