ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লার আদালতে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ

প্রকাশিত: ২১:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার আদালতে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কুমিল্লার আদালতে আনা হয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে। রবিবার দুপুরে কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭নং আমলী আদালতে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয়। পরে আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে মামলার পরবর্তী দিন ২৩ ডিসেম্বর ধার্য্য করেন। এরপরই তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশের দায়ের করা একটি মামলায় রবিবার হাজিরা দেয়ার জন্য কুমিল্লার আদালতে আনা হয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে।
×