ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২১:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২১

রাজশাহীতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভাল এবং সে নিজ বাড়িতেই রয়েছে। স্কুল খোলার পর ওই ছাত্র একদিন মাত্র ক্লাস করেছে বলে জানা গেছে। স্কুল কর্তৃপক্ষ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। স্কুলের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখার ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে। তার শরীরে করোনার উপসর্গ ছিল। এজন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
×