ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের ম্যাচ গোলশূন্য ড্র

প্রকাশিত: ১১:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের ম্যাচ গোলশূন্য ড্র

অনলাইন ডেস্ক ॥ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। মূল্যবান দুটি পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। লিগে আগের রাউন্ডে গত বুধবার দাপুটে পারফরম্যান্সে রিয়াল মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে মাদ্রিদের দলটি। তারাই এবার নিশ্চিত সুযোগ তৈরি করতে ভুগল। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৪টি শট নিলেও তার একটি মাত্র ছিল লক্ষ্যে। তুলনায় ভিয়ারিয়াল মাত্র ছয়টি শট নিলেও তার অধিকাংশই ছিল ভয়ঙ্কর, এর দুটি ছিল লক্ষ্যে।প্রথমার্ধে বল দখলে অনেক পিছিয়ে থাকা রিয়াল আক্রমণেও ছিল ধারহীন। বিরতির আগে তারা সাতটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষকে ভাবাতে পারেনি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এদের মিলিতাও। বাঁদিক থেকে লুকা মদ্রিচের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন করিম বেনজেমাও। অবশ্য বল জালে জড়ালে অফসাইডের পতাকা ওঠার জোর সম্ভাবনা ছিল।৫৪তম মিনিটে ডানজুমার আরেকটি শট রুখে দেন কোর্তোয়া। তিন মিনিট পর আলকাসের গোলমুখে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি। গোল পেতে মরিয়া রিয়াল শেষ দিকে চাপ বাড়ায়। কয়েকটি সুযোগও মেলে। কিন্তু প্রতিপক্ষের মতো তারাও ফিনিশিংয়ে ব্যর্থ। ফলে টানা চার জয়ের পর আবারও পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে স্পেনের সফলতম দলটি। মৌসুমে ঘরের মাঠে এই প্রথম হোঁচট খেল তারা। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেরিফ তিরাসপোলের বিপক্ষে খেলবে রিয়াল। ইউরোপ সেরার মঞ্চে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের এমন বিবর্ণ পারফরম্যান্স কোচ কার্লো আনচেলত্তির জন্য দুর্ভাবনার।সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। দিনের আরেক ম্যাচে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ। সেভিয়ার সমান ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা, সাত ম্যাচ খেলেছে তারা।
×