ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশী গার্মেন্টস ব্যবসায়ীসহ আটক ৪৫

প্রকাশিত: ০০:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২১

মালয়েশিয়ায় বাংলাদেশী গার্মেন্টস ব্যবসায়ীসহ আটক ৪৫

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ায় অবৈধভাবে গার্মেন্ট ব্যবসা পরিচালনা ও হ্যাকিংয়ের মাধ্যমে ভিসা করে দেয়া একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময় কাগজপত্র যাচাই-বাছাই শেষে গার্মেন্টসে কর্মরত ৪৫ অবৈধ অভিবাসীকেও আটক করা হয়। যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশী। এদিকে, তদন্তের স্বার্থে আটকদের ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। শনিবার দুপুরে অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্র বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটায় কুয়ালালামপুরের সন্নিকটে আম্পাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশী ছাড়াও ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৬৭ বছরের মধ্যে। এ সময় গার্মেন্ট ব্যবসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ৩৭ বছর বয়স্ক এক মালয়েশিয়ান নারীকেও আটক করা হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগ প্রধান দাতুক খাইরি জাইমি দাউদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে অধিক মুনাফার জন্য বাংলাদেশী এক যুবক স্থানীয় নাগরিকের নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। লাইসেন্স না থাকার পাশাপাশি সেখানে কর্মরতদের কোন বৈধ কাগজপত্রও ছিল না।
×