ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার স্বামীর বিরুদ্ধে মামলা নিল পুলিশ

প্রকাশিত: ০০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২১

ব্যারিস্টার স্বামীর বিরুদ্ধে মামলা নিল পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী মাধ্যম স্কুল স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেছে ইভানার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১। মামলার অপর আসামি ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ‘শুক্রবার ফিরে গেলেও উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী শনিবার তাদের মামলা নথিভুক্ত করা হয়েছে।’ তিনি বলেন, ‘৩০৬ ও ১০৯ ধারায় দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুজনকে আসামি করেছেন বাদী। এ বিষয়ে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করলেও ইভানার বাবার মামলা নেয়নি শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় আগে দায়ের হওয়া অপমৃত্যুর মামলার সঙ্গে বাবার দেয়া অভিযোগ তদন্ত করবে পুলিশ- এমনটি জানিয়ে তাকে বিদায় করে দেয়।
×