ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হংকংয়ের বিরুদ্ধে আজ প্রীতি ম্যাচ সাবিনাদের

প্রকাশিত: ২৩:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২১

হংকংয়ের বিরুদ্ধে আজ প্রীতি ম্যাচ সাবিনাদের

স্পোর্টস রিপোর্টার ॥ জর্দান ও ইরানের বিপক্ষে ম্যাচ খেলে এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই হেরেছে তারা। এই ম্যাচ দুটি খেলে দেশে ফেরার কথা থাকলেও তারা আরেকটি ম্যাচ খেলবে। সেটি হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রবিবার, বাংলাদেশ সময় বিকেল ৪টায় উজবেকিস্তানের জার একাডেমি মাঠে। শক্তিধর এই দলটির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আনন্দিত বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ফিফা টায়ার ওয়ানের অন্তর্ভুক্ত না হলেও এই আন্তর্জাতিক ম্যাচে মেয়েরা যে অভিজ্ঞতা অর্জন করবে তা বাংলাদেশ দলের জন্য সুফল বয়ে আনবে বলে বিশ্বাস ছোটনের। তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপ বাছাইপর্বে শক্তিশালী ও অভিজ্ঞ জর্দান ও ইরানের বিপক্ষে খেলেছি এবং সেই ম্যাচগুলো থেকে পরবর্তীতে মূল্যায়ন ও পর্যালোচনার মাধ্যমে মেয়েরা শিক্ষা নিয়েছে।’ দলীয় অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘ইরান এবং জর্দানের সঙ্গে ম্যাচ খেলার পর আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। যদিও খুবই কঠিন দু’টি ম্যাচ ছিল। আমাদের যে ভুল-ত্রুটিগুলো কোচেরা ইতোমধ্যে রিভিউ সেশনও করেছেন। আমি আশাবাদী গত দুই ম্যাচের ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়ে আমরা এই ম্যাচটা ভালো খেলব।’
×