ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেলসির জয়রথ থামাল সিটি

প্রকাশিত: ২৩:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২১

চেলসির জয়রথ থামাল সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতে চেলসি। ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই ইউরোপ সেরার মুকুট পরেছিল তারা। তবে ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল ব্লুজরা। যে কারণে এবার লীগ শিরোপা জিততেও মরিয়া মেন্ডি-লুকাকুরা। সেই পথে নতুন মৌসুমের সূচনাটাও বেশ ভালো করেছিল চেলসি। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জয় আর একটিতে ড্র করে তারা। অবশেষে রবিবার চেলসির জয়যাত্রা থামিয়ে দিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা এদিন ১-০ গোলে পরাজিত করে চেলসিকে। একমাত্র গোল করে ম্যানচেস্টার সিটির নায়কের ভূমিকায় ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করা ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন সিটিজেনদের এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে জেসুসের এটা দ্বিতীয় লীগ গোল। দিনের আরেক ম্যাচে এদিন মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে দুর্ভাগ্য রেড ডেভিলদের। এ্যাস্টন ভিলার কাছে একই ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে ওলে গানার সোলসজায়েরের দল। সেইসঙ্গে ইতিহাসও গড়ে এ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় সফরকারীরা। এ্যাস্টন ভিলার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন কোর্টনি হাউজ। রেফারির শেষ বাঁশি বাজানোর মাত্র ২ মিনিট আগে ডগলাস লুইজের এ্যাসিস্ট থেকে গোল করে ইউনাইটেডের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন হাউজ। তবে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিক শিবির। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+৩) পেনাল্টি মিস করে বসেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। আর তাতেই কপাল পোড়ে পগবা-রোনাল্ডোদের।
×