ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানদের কাছে হার বাংলাদেশের

প্রকাশিত: ২৩:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২১

আফগানদের কাছে হার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টে হেরেছে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। ম্যাচের চতুর্থ ও শেষদিনে ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান অনুর্ধ-১৯ দল ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ৩ উইকেটের জয়ে আফগান যুবারা বাংলাদেশ সফর শেষ করেছে। ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারলেও একমাত্র যুব টেস্ট জিতেই দেশে ফিরবে তারা। বাংলাদেশের নবগঠিত যুব ক্রিকেট দলের এটি প্রথম সিরিজ। এই ক্রিকেটাররা ওয়ানডে সিরিজ জিতলেও হারল টেস্ট! আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের পর রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ সফরে আসা নিয়ে সংশয় তৈরি হয় আফগান যুবাদের। শেষ পর্যন্ত এক সপ্তাহ বিলম্বে দুই ভাগে বাংলাদেশে আসে তারা। ২ জন করোনা আক্রান্ত হলেও পুরো সিরিজ নির্বিঘেœই শেষ করেছে আফগানরা। পারফর্মেন্সও দারুণ করেছে। ওয়ানডে সিরিজে ২ ম্যাচ হেরে গেলেও একমাত্র টেস্টে জিতেছে। শনিবার সিলেটে শেষদিন বাংলাদেশ যুবাদের দ্বিতীয় ইনিংস ২২৮ রানে থামলে ১০৯ রানের লিড পায়। আইচ মোল্লা ৪০ রানেই বিদায় নেন। শেষদিকে মেহেরব হাসান ৩৯ বলে ২ চার, ২ ছক্কায় ৩০ ও তাহজিবুল ইসলাম ২০ রান করলে লিড একশ’ পেরোয়। আফগানদের পক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারি পেসার বিলাল সামি ৩টি ও লেগস্পিনার ইজহারুল হক নাভিদ প্রথম ইনিংসের মতোই নেন ৪ উইকেট। মাত্র ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। কিন্তু প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বিলাল সাইয়্যেদি ১০৮ বলে ১০ চারে ৫৪ ও কামরান হোতাক ৭০ বলে ৩ চারে অপরাজিত ২০ রান করলে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন আইচ, মুশফিক হাসান ও রিপন মন্ডল।
×