ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুব ফুটবল দলে ইংল্যান্ড প্রবাসী জুলকারনাইন

প্রকাশিত: ২৩:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২১

যুব ফুটবল দলে ইংল্যান্ড প্রবাসী জুলকারনাইন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ অক্টোবর থেকে কুয়েতে শুরু হবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই। এতে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপের অন্য দেশগুলো হচ্ছে- সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল ছাড়াও শীর্ষ চার রানার্সআপদের মূলপর্ব খেলার সুযোগ রয়েছে। স্বাগতিক হিসেবে উজবেকিস্তান সরাসরি মূলপর্বে খেলবে। মারুফুল হকের কোচিংয়ে আজ থেকে প্রস্তুতি শুরু করবে দল। ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলেন জুলকারনাইন। তার বাবা-মায়ের বাড়ি সিলেটে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা চলছে। তবে কোচ মারুফুল হক জানালেন, সুযোগ পেতে হলে পরীক্ষায় পাস করতে হবে তাকে। তার সম্পর্কে আমার জানা নেই। তবে বিষয়টা এমন হবে না যে, সে এলো এবং আমি তাকে দলে নিয়ে নিলাম। খেলিয়ে দিলাম। প্রাথমিক দলে আছে। তার ট্রায়াল হবে, সেখানে যদি ভালো করে, তাহলেই সুযোগ পাবে দলে। ২০২০ অনুর্ধ-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। সেবার ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কাকে। স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হারের পর ফিলিস্তিনের কাছেও হেরেছিল একই ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল ২-০ গোলে। প্রাথমিক দল ॥ পাপ্পু হোসেন, শান্ত কুমার রায়, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মারাজ হোসেন, আবু সাইদ, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, সবুজ হোসেন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, ফাহিম মোর্শেদ, মোহাম্মদ আতিকুজ্জামান, আমির হাকিম বাপ্পী, জাফর ইকবাল, টুটুল হোসেন বাদশা, দিপক রায়, মোহাম্মদ হৃদয়, মানিক হোসেন মোল্লা, মনির আলম, জমির উদ্দিন, মোহাম্মদ জুয়েল, ইসা ফয়সাল, মিতুল মারমা, পাপন সিং, হাফিজুর রহমান তপু, মনির হোসেন, রুস্তম ইসলাম দুখু মিয়া, সাব্বির আহমেদ, গাজী এনামুল ইসলাম, মাহফুজ হাসান প্রিতম, নিহাদ জামান উচ্ছ্বাস, মাহমুদুল হাসান কিরণ ও ইউসুফ জুলকারনাইন হক।
×