ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটবলারদের নৈপুণ্যে খুশি নতুন কোচ অস্কার

প্রকাশিত: ২৩:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২১

ফুটবলারদের নৈপুণ্যে খুশি নতুন কোচ অস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলনে বৃষ্টির উৎপাত। শনিবার দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অনুশীলনের জন্য অনুপযুক্ত হওয়ায় শিষ্যদের নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে যান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। সেখানেই অনুশীলন দেখতে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এবং সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। অনুশীলন দেখা শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন কাজী নাবিল। তিনি বলেন, ‘খেলোয়াড়রা সবাই বিপিএল ফুটবলে কদিন আগেই খেলার মধ্যে ছিল। এখন নতুন কোচ তাদের কিছু স্ট্র্যাটেজি দেবেন। অনুশীলনের যে আপডেট পাচ্ছি, তাতে করে আমি অনেক আশাবাদী। তাছাড়া কোচও অনেক স্যাটিসফাইড আছেন।’ সভাপতি কাজী সালাউদ্দিনের মতো নতুন কোচ অস্কার ব্রুজোনের অনুশীলনের ট্যাকটিক্স মনে ধরেছে নাবিলেরও। তার কথায়, ‘অস্কার খুব ভালো অনুশীলন করাচ্ছেন। সভাপতি মহোদয় আমাকে বারবার তাই দেখাচ্ছিলেন। ছেলেদের কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না।’ তিনি আরও যোগ করেন, ‘২৮ সেপ্টেম্বর ফুটবলাররা মালদ্বীপে রওয়ানা হবে। তার আগে দু’দিন সময় রয়েছে। ২৭ জনের দল কমে আসবে ২৩ জনে।’ কাজী নাবিল বলেন, ‘এলিটা কিংসলের বিষয়ে আমাদের হাতে আরও দু’দিন সময় রয়েছে। আমরা চেষ্টা করছি ফিফা ও এএফসিতে তার বিষয়টি ক্লিয়ার করতে।’ অনুর্ধ-২৩ দলের বিষয়ে নাবিলের কথা, ‘আমরা অনুর্ধ-২৩ দলের অনুশীলন শুরু করেছি। খুবই অভিজ্ঞ কোচ মারুফুল হক। কুয়েতে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্টে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারবে। আমরা সেইভাবেই কাজ করছি।’ অনুশীলন শেষে উত্তর বারিধারা ক্লাব থেকে জাতীয় দলে ডাক পাওয়া ফরোয়ার্ড সুমন রেজা বলেন, ‘আজকে অনুশীলনে কোচ ফিটনেস নিয়ে কাজ করেছেন। রানিং, ওয়ার্মআপ, বল পজেশন, পাসিং ... এগুলো নিয়েই কাজ করেছেন। এছাড়া থার্টি মিনিটের মতো একটি গেমও খেলেছি। কাকে কোন্ পজিশনে খেলাবেন, তার একটি মহড়া অনুশীলন করিয়েছেন। খেলার সময় কিভাবে ডিফেন্ডারদের ব্লক ভাঙব, সেটা নিয়েও কাজ হয়েছে। যার যার পজিশন সম্পর্কে কোচ আজ আমাদের সবাইকে খুব ভালভাবে বুঝিয়ে দিয়েছেন।’ সুমন আরও যোগ করেন, ‘সবমিলিয়ে বলব সাফের জন্য আমাদের প্রস্তুতি বেশ ভালই হচ্ছে।’ দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমাদের জন্য আসল চ্যালেঞ্জ। প্রতিটি প্রতিপক্ষ দেশকেই আমরা শক্তিশালী মনে করেই খেলব। ফিকশ্চারের একটা এ্যাডভান্টেজ পাব আমরা। সেটা হলো অপেক্ষাকৃত কম শক্তিশালী শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাব আমরা।’ অপর এক প্রশ্নের জবাবে রক্সিও আরও বলেন, ‘অবশ্যই সাফের সবচেয়ে শক্তিশালী ও ফেভারিট দল হিসেবে আমরা ভারতকেই মনে করছি। যেহেতু র‌্যাঙ্কিংয়ে তারা সবার চেয়ে বহু ব্যবধানে এগিয়ে আছে। নিজেদের মাঠে খেলবে বলে মালদ্বীপও ফেভারিট। আমরা পরিবর্তিত ফুটবল খেলার চেষ্টা করব সাফে। সাফল্য পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।’
×