ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়েও রাজস্থানের হার

প্রকাশিত: ২৩:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়েও রাজস্থানের হার

স্পোর্টস রিপোর্টার ॥ পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ওভারের বোলিংয়ে রাজস্থান রয়্যালসের জয়ের নায়ক ছিলেন কার্তিগ তিয়াগি। আর অবিশ্বাস্য ১৯তম ওভারটির জন্য প্রশংসায় ভাসছিলেন মুস্তাফিজ। ওই ম্যাচে উইকেট না পেলেও দুর্দান্ত ফিজ এবার কাঁপিয়ে দিলেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। কিন্তু দুর্ভাগ্য দিল্লী ক্যাপিটালসের কাছে তার দল রাজস্থান হেরে গেল ৩৩ রানে। শনিবার আবুধাবিতে ৬ উইকেটে ১৫৪ রান করে ঋষভ পন্থের দিল্লী। জবাবে ৬ উইকেটে ১২১-এ থামে রাজস্থানের সংগ্রহ। অধিনায়ক সাঞ্জু স্যামসন ৫৩ বলে ৭০ রান করে অপরাজিত থাকলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। রাজস্থানের প্রথম ওভারেই বল হাতে পাওয়া মুস্তাফিজ দেন ৬ রান। দলীয় ১২তম ওভারে ফিরে এসেই সাফল্য। চতুর্থ বলে প্রতিপক্ষ অধিনায়ক পন্থকে (২৪) বোল্ড করেন দুর্দান্ত এক ডেলিভারিতে। খরচ করেন ৫ রান। ১৭তম ওভারে আবার তার হাতে বল তুলে দেন অধিনায়ক। ১৬ বলে ২৮ রান করা শিমরন হেটমায়ার যখন চালিয়ে খেলছিলেন। মুস্তাফিজের দ্বিতীয় বলের ট্রিকি ইয়র্কার কোনো রকমে ঠেকাতে পারলেও তৃতীয় বলটিতে আর রক্ষা পাননি। এবারও ইয়র্কারে উইন্ডিজ তারকা ক্যাচ তুলে দেন থার্ডম্যানে, চেতন সাকারিয়ার হাতে। কাটার মাস্টারের ওই ওভারে দেন মাত্র ৪ রান। ইনিংসের শেষ ওভারেও বল করেন মুস্তাফিজ। ৭ রান (দুটি বাই) খরচ করলেও প্রথম তিন ওভারের মতো এই ওভারেও কোনো বাউন্ডারি হজম করতে হয়নি। ইনিংসে তিনিই একমাত্র বোলার, যার বিরুদ্ধে দিল্লীর কোনো ব্যাটসম্যানই চার বা ছক্কা মারতে পারেননি।
×