ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা চবির

প্রকাশিত: ১৫:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২১

৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা চবির

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বরাবরের মতোই এবারও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এদিকে ২৭ বছরের ধারাবাহিকতায় এবারও নেই কোন ছাত্র প্রতিনিধি। তবে গবেষণা খাতে ৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৩তম সিনেট সভায় এই বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। ২০২১-২২ অর্থবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৫১ কোটি ৮১ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৮ কোটি ৯৮ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৪৭ কোটি ৪৯ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন করা হয়। এদিকে প্রস্তাবিত বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮৫ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৮০ শতাংশ। অপরদিকে শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৪৬ টাকা। বাজেট উপস্থাপন শেষে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আগামী অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি বিষয়কে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। তা হচ্ছে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে চবির অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিমাণ বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান ও নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া বিশ্বিবদ্যালয়ের সিনেট সদস্য ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
×