ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সান্তাহারে পুলিশ কনস্টেবল নিয়োগে নতুন নিয়মের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৪:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২১

সান্তাহারে পুলিশ কনস্টেবল নিয়োগে নতুন নিয়মের লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। নতুন নিয়মে একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। নতুন নিয়মে এই নিয়োগ পরীক্ষায় পাশ করতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহন করা প্রয়োজন। এ জন্য দালাল না ধরে প্রার্থীদের নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পরামর্শ দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে জন্য বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কেবল মাত্র শারিরীক, লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের চুড়ান্ত নিয়োগ দেয়া হবে। এসব বিষয়ের জন্য বাংলাদেশ পুলিশ অফিসিয়াল পেজ নামের ফেসবুক ও ইউটিউব পেজে এ সংক্রান্ত ভিডিও ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এই পেজ থেকে পাওয়া যাবে। পুলিশের গর্বিত সদস্য হতে দালাল না ধরে, নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগাতে পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ বিভাগের এই প্রশংসনীয় উদ্যোগে চাকরি প্রার্থীসহ জনসাধারণ বেজায় খুশি হয়েছে।
×