ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশিত: ১১:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২১

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বাঘড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জিংলিগড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে রনি মিয়া(১৮), তার চাচাত ভাই একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল মিয়া(১৪) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের পিকআপ চালক আবু চান মিয়া(২৮)। এছাড়া আহতরা হলেন: সবুজ মিয়ার ছেলে জনি মিয়া(১৪) ও একই গ্রামের আনোয়ার হোসেন(১৭)। জনির অবস্থা আশঙ্কাজনক। নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা জানান, সদর উপজেলার বাঘড়া বাজারের ১শ ৫০ গজ পূর্বদিকের রাস্তায় একটি ড্রাম ট্রাক নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে গাজীপুরের কোনাবাড়ির উদ্দেশে ছেড়ে আসা একটি মাছবাহী পিকআপ রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ড্রাম ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচরে যায়। শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় রনি মিয়া ও তোফাজ্জল মিয়া ঘটনাস্থলেই এবং আবুচান মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া জনি ও আনোয়ার গুরুতর আহত হন। পিকআপ চালক আবুচান ছাড়া বাকি প্রত্যেকে মাছ ব্যবসায় জড়িত। ঘটনার পর শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতদের লাশের সুরৎহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।
×