ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ১০

প্রকাশিত: ২১:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২১

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে খুলনায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী এক সিএনজির চালকসহ চারজন নিহত হয়েছেন। অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুরে ট্রাকচাপায় এক সরকারী কর্মচারী, মাগুরায় দুর্ঘটনায় একজন এবং ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। এদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা নামক স্থানে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজির চালকসহ চারজন নিহত হয়েছেন। শুল্ডবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-সিএনজি চালক ইলিয়াস (৪৫), যাত্রী রেশমা খাতুন (৩২), শরীফুল ইসলাম বাবু (২৮) ও তার স্ত্রী শিউলি বেগম (২০)। এ ঘটনায় শরীফুল ও শিউলি দম্পতির প্রতিবন্ধী এক শিশু সন্তান নিখোঁজ রয়েছে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ফরিদপুর ॥ ফরিদপুরে মোটরবাইকে করে অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণিসম্পদ অফিসে কর্মরত মাহফুজ ঠাকুর (৪৮) নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা প্রাণিসম্পদ অফিসে ড্রেসার হিসেবে কর্মরত ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলার মহেন্দ্র এলাকার অধিবাসী তিনি। মাগুরা ॥ মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার ভিটাসাইর নামক স্থানে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কাশেম মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় জরিনা খাতুন (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভূটিয়ারগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা খাতুন সদর উপজেলার ভূটিয়ারগাতি গ্রামের তোয়াজউদ্দিন মোল্লার স্ত্রী।
×