ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশের সবচেয়ে বড় রাবারড্যাম প্রকল্প অবশেষে আলোর মুখ দেখছে

প্রকাশিত: ১৪:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২১

দেশের সবচেয়ে বড় রাবারড্যাম প্রকল্প অবশেষে আলোর মুখ দেখছে

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দেশের সবচেয়ে বড় রাবারড্যাম প্রকল্প। আগামী অক্টোবর বা নবেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আব্দুল ওদুদ এরই মধ্যে রাবারড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও প্রকল্প এলাকা পরিদর্শন করে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ৫০০ মিটার ভাটিতে রাবারড্যামটি নির্মাণ করা হবে। রাবারড্যামের দৈর্ঘ ৩৫৩ মিটার। অপর দিকে ৩৬ দশমিক ৫ কিলোমিটার নদী খনন কাজ চলমান রয়েছে। ২০২২ সালের জুন মাসের মধ্যে মহানন্দা নদী খনন সম্পন্ন হবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ জানিয়েছিলেন- প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে মৃতপ্রায় মহানন্দা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত ও নদীতীরবর্তী এলাকাসহ শহরের অপর পাড়ের প্রায় আট হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। উপকৃত হবে শহর ও শহরতলী এবং সংলগ্ন এলাকার কয়েক লাখ হেক্টর আমবাগান। শহর সংলগ্ন রাবারড্যামের বদৌলতে নদীর উজান ও ভাটি মিলিয়ে ৯৫ কিলোমিটারে ফিরে আসবে নাব্য। উৎপন্ন হবে অতিরিক্ত দুশো কোটি টাকার ফসল। পাশাপাশি রাবারড্যামের কারণে নদীর উজানে শতাধিক বিল, ঝিল পুকুরে সারা বছর পানি ধরে রাখা যাবে। ফলে মাছ চাষে নতুন রেকর্ড সৃষ্টি করবে । বিস্তীর্ণ বরেন্দ্র ভূমির সেচ সুবিধা সম্প্রসারিত হবে, চাপ কামে আসবে ভূগর্ভস্থ পানির ওপর থেকে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনের পানিও রাবারড্যামের ভাটিতে নিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে বলে ইতোপূর্বে তিনি জানিয়েছিলেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন শুক্রবার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। আশা করা হচ্ছে অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরু থেকে রাবারড্যাম নির্মাণ কাজ শুরু হবে। তিনি জানান, বাংলাদেশের ঠিকাদরি প্রতিষ্ঠান এসএসআরআই ও চাইনার একটি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ কাজ করবে।
×