ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

প্রকাশিত: ১৫:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২১

অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে কতিপয় প্রভাবশালী অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করায় হুমকির মুখে পরেছে মুক্তিযোদ্ধার বসতবাড়ি, মাছের ঘের ও আশপাশের স্থাপনা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন শাহ আলম বেপারী নামের একজন বীর মুক্তিযোদ্ধা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের। মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের জনৈক হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার জোরপূর্বক মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারীর মাছের ঘেরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করেছে। এতে তার (মুক্তিযোদ্ধার) বসতবাড়ি, মাছের ঘের ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পরেছে। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ঘটনাস্থলে চাঁদশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে বালু উত্তোলণ বন্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রেজার সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরেও কেউ আইন অমান্য করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৭ জুলাই মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারীর মাছের ঘেরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে গিয়ে প্রশাসনের বাঁধার মুখে বালু উত্তোলনে ব্যর্থ হয় হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার। এরপূর্বেও বসতবাড়ির পাশ দিয়ে বালু উত্তোলণ করায় দায়ে অবৈধ ড্রেজার মালিক হালান সরদারকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিলো। সেই মামলায় জামিনে বেরিয়ে আবারও একই কাজে যুক্ত হয়ে পরছেন ড্রেজার মালিক হালান সরদার।
×