ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলে কমেছে করোনা রোগী

প্রকাশিত: ১৪:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২১

দক্ষিণাঞ্চলে কমেছে করোনা রোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিভাগের ছয় জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ছয়দিনে কোন মৃত্যুর সংবাদ নেই। আক্রান্ত ও মৃত্যুর এ হার গত মাসের একই সময়ের তুলনায় আশাব্যঞ্জক উন্নতি ঘটেছে। গত ৪৮ ঘন্টায় ছয় জেলায় নতুন করে মাত্র ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বিভাগের ছয় জেলায় করোনা শনাক্তের হার ইতোমধ্যে ৫% এর নিচে নামলেও তা নিয়ে আত্মতৃপ্তির অবকাশ নেই বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞগণ। তাদের মতে, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরনের কোন বিকল্প নেই। কিন্তু পরিস্থিতির উন্নতি হলেও এসব জেলায় এখন আর নুন্যতম স্বাস্থ্যবিধি কেউ অনুসরন করছেন না। ৫% মানুষও রান্তাঘাটে ফেসমাস্ক ব্যবহার করছেন না। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনেরও এখন আর কোন হেলদোল নেই। তবে স্বাস্থ্য বিভাগের দাবী তারা স্বাস্থ্যবিধি অনুসরনে যতটুকু প্রচারনা সম্ভব তা করে যাচ্ছেন। এক্ষেত্রে গাইড লাইনও দিচ্ছেন তারা।
×