ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে ইউএইর উদ্দেশে ঢাকা ছাড়ল ৪৭ যাত্রী

প্রকাশিত: ০১:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২১

অবশেষে ইউএইর উদ্দেশে ঢাকা ছাড়ল ৪৭ যাত্রী

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৪৭ যাত্রী। বুধবার সন্ধ্যায় তারা এমিরেটেসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৭) তারা রওনা হন আমিরাতে। ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করেছেন তারা। এর মধ্য দিয়ে দুবাইয়ে যাত্রী পাঠানো ফের শুরু হলো। যা অব্যাহত থাকবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশাবাদী। বেবিচক জানায়, বুধবার দুপুর দেড়টায় ওই ৫০ যাত্রীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়। বিমানবন্দরের অভ্যন্তরে আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপনের জন্য নির্বাচিত সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ডিএমএফআর মলিকুলার ল্যাব এ্যান্ড ডায়াগনস্টিক নামে প্রতিষ্ঠানটি আপাতত তাদের মোবাইল আরটি-পিসিআর ল্যাবরেটরির মাধ্যমে এসব যাত্রীর নমুনা সংগ্রহ করে যাত্রার প্রাক্কালে রিপোর্ট দেয়।
×