ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্যামুয়েলস দুর্নীতির দায়ে অভিযুক্ত

প্রকাশিত: ০০:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২১

স্যামুয়েলস দুর্নীতির দায়ে অভিযুক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন আইনের চারটি নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা মারলন স্যামুয়েলস। মূলত তার বিরুদ্ধে জুয়াড়ির কাছ থেকে উপহার ও টাকা নেয়ার অভিযোগ ছিল। কয়েক বছর হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন সংযোজন হয়েছে টি-টেন লীগ। যেখানে কর্নাটক টার্স্কাসের হয়ে খেলা স্যামুয়েলস জুয়াড়িদের কাছ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থগ্রহণ করেন। টুর্নামেন্টের আয়োজক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে। আইসিসির দুর্নীতি দমন বিভাগ সেটিই অনুসন্ধান শেষে স্যামুয়েলসে অভিযুক্ত করল। অভিযোগের বিরুদ্ধে সাড়া দেয়ার জন্য ১৪ দিন সময় পাবেন উইন্ডিজের হয়ে দু-দুটি টি২০ বিশ্বকাপজয়ী দলের অংশীদার এ ক্রিকেটার। আচরণবিধি ভঙ্গের ২.৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জুয়াড়িদের কাছে থেকে ৭৫০ মার্কিন ডলার কিংবা তার চেয়ে বেশি অর্থ নিয়েছেন। ইসিবির এমন অভিযোগে আইসিসির তদন্তেও কোনোরকম সাহায্য না করে বাধা দিয়েছেন তিনি।
×