ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল গড়ল মোহামেডান

প্রকাশিত: ০০:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২১

শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল গড়ল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ ভেপু আর বাদ্যযন্ত্রের তালে তালে বুধবার হকির দলবদল সেরে নিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারও প্রিমিয়ার হকিতে শিরোপার জন্য দল গড়েছেন বলে জানান মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল গড়েছি। দলে বিদেশী আনার চেষ্টা করলেও তাদের জন্য আমরা বসে থাকিনি। শিরোপা জেতার জন্য দেশী খেলোয়াড়রাই যথেষ্ট।’ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৫ জনকে দলবদল করায় সাদা-কালো শিবির। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে দলে রাখা হয়েছে নিয়মিত ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে। একই দলে খেলবেন দেশের অন্যতম সেরা পেনাল্টি স্পেশালিস্ট (পিসি) ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম। আবাহনীর ঘর ভেঙ্গে আশরাফুলের সঙ্গে আনা হয়েছে মাঝমাঠের সারোয়ার হোসেনকে। আক্রমণভাগ শানাতে ঢাকা মেরিনার ইয়াংস থেকে টানা হয়েছে মাইনুল ইসলাম কৌশিক এবং ডিফেন্ডার সারোয়ার মোর্শেদ শাওনকে। যাকে মোহামেডান ‘ছিনতাই’ করেছে বলে অভিযোগ ছিল মেরিনার্সের। মোহামেডানের হকি কমিটির ম্যানেজার ও সাবেক তারকা খেলোয়াড় আরিফুল হক প্রিন্স বলেন, ‘শাওন আমাদের খেলোয়াড়। মোহামেডানের হয়েই সে টোকেন জমা দিয়েছে।’ জিমিও শিরোপা জেতার জন্য প্রত্যয়ী, ‘মোহামেডান সবসময় শিরোপা জেতার জন্যই হকিতে দল গড়ে। গত আসরে (২০১৮) আমরা চ্যাম্পিয়ন ছিলাম। সেই শিরোপা ধরে রাখতে চাই। এই মৌসুমে ক্লাব কাপ হকি ও প্রিমিয়ার লীগ- দু’টি শিরোপাই আমরা জিততে চাই।’ ১৫ সদস্যের দলে ছয় জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন। এদের চার জনই আবার নৌবাহিনীর।
×