ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে আবারও করোনার হানা

প্রকাশিত: ০০:০২, ২৩ সেপ্টেম্বর ২০২১

আইপিএলে আবারও করোনার হানা

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারসু নটরাজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে থাকায় আরও ছয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পিসিআর টেস্টে নটরাজ কোভিড পজিটিভ হয়েছেন। উপসর্গ না থাকলেও তার সংস্পর্শে থাকায় অলরাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জন ভ্যানন, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোওলার প্রিয়াসামি গানেসানকে আইসোলেশনে পাঠানো হয়েছে। হায়দরাবাদ স্কোয়াডের বাকি সবারই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে তাদের ম্যাচ নিয়ে কোন শঙ্কা নেই। গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএলের চলতি আসর। কিন্তু দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএলেও হানা দেয় করোনা। কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর গত ৪ মে মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল।
×