ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আনন্দ মিছিল

প্রকাশিত: ২৩:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২১

ঢাবিতে আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি প্রোগ্রেস এ্যাওয়ার্ড’ এবং ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ সম্মানে ভ‚ষিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার বিকেলে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাবি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, শেখ হাসিনা নিজের মমতা দিয়ে এদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করেছেন। প্রবেশপত্র সরবরাহ শুরু বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে আগামী ৩০ অক্টোবর থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ৫ নবেম্বর বাণিজ্য ইউনিট ও ৬ নবেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে ভর্তিচ্ছুদের মেধাতালিকা তৈরি করা হবে। মাধ্যমিক/ও লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ এবং উচ্চ মাধ্যমিক/এ লেভেল বা সমমানের পরীক্ষায় জিপিএকে ২ দিয়ে গুণ করতে হবে।
×