ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে ১১ নির্দেশনা

প্রকাশিত: ২৩:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২১

সরকারী প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে ১১ নির্দেশনা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে কী করতে হবে সে বিষয়ে ১১টি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো ও পড়ার ঘাটতি পূরণে শিক্ষকদের জন্য এ নির্দেশনাগুলো জারি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভাল করতেও আলাদা আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এর জন্য সকল বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। প্রাথমিকভাবে র‌্যাব গ্রেফতার ব্যক্তির নামপরিচয় জানায়নি। বুধবার দুপুরে শেরেবাংলা নগর থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
×