ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ই-কমার্স ব্যবসা নিয়ন্ত্রণে সংস্থা গঠন ও আইন করবে সরকার

প্রকাশিত: ২৩:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২১

ই-কমার্স ব্যবসা নিয়ন্ত্রণে সংস্থা গঠন ও আইন করবে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ই-কমার্স ব্যবসা নিয়ন্ত্রণে একটি সংস্থা গঠন করবে সরকার। একই সঙ্গে খাতটির সুষ্ঠু পরিচালনায় ডিজিটাল ই-কমার্স এ্যাক্ট নামে একটি স্বতন্ত্র আইন করা হবে। বৃহস্পতিবার থেকেই এসব বিষয়ে কাজ শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে বুধবার ই-কমার্স ব্যবসায় সা¤প্রতিক সমস্যা নিয়ে পর্যালোচনা ও এ বিষয়ক নীতিনির্ধারণী সভায় এসব সিদ্ধান্ত হয়। চার মন্ত্রীর উপস্থিতিতে সভা চলে দুই ঘণ্টার বেশি সময়। পরে আলোচনার বিভিন্ন বিষয় ও এ থেকে উঠে আসা সুপারিশ সম্পর্কে ব্রিফিংয়ে তুলে ধরেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এ সময় ই-কমার্স খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
×