ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইভ্যালির রাসেল দম্পতির মুক্তি চান কতিপয় গ্রাহক

প্রকাশিত: ২৩:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২১

ইভ্যালির রাসেল দম্পতির মুক্তি চান কতিপয় গ্রাহক

স্টাফ রিপোর্টার ॥ প্রতারিত গ্রাহকরা একদিকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের কঠোর শাস্তি দাবি করে একের পর এক মামলা দায়ের করছেন, অন্যদিকে একটি ক্ষুদ্রাংশ এই দম্পতির নিঃশর্ত মুক্তি দাবি করছে। বাংলাদেশে ই-কমার্স মার্চেন্ট এ্যাসোসিয়েশনের (বিইসিএমএ) ব্যানারে তারা এমন সব দাবি করছে, যা শুনলে মনে হয়- তাদের গ্রেফতার করাটা সঠিক হয়নি। পরস্পরবিরোধী এসব অভিযোগ পাল্টা অভিযোগের মুখে এখন বেকায়দায় পড়েছে তদন্তকারী সংস্থাগুলো। ধানমণ্ডি থানায় একদিনের রিমান্ডে রাসেলের কাছ থেকে কোন গুরুত্বপূর্ণ তথ্যই আদায় করতে পারেনি পুলিশ। রিমান্ড শেষে আজ তাকে আবার আদালতে পাঠানো হবে। বুধবার এক মানববন্ধনে বিইসিএমএস নেতারা বলেন, গ্রাহক ইভ্যালিকে সময় দিলে প্রশাসন কেন দেবে না। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে এই দাবি জানানো হয়।
×