ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বে করোনা সংক্রমণ ২৩ কোটি ছাড়াল

প্রকাশিত: ২৩:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২১

বিশ্বে করোনা সংক্রমণ ২৩ কোটি ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৮৮ জন। এর মধ্যে ৪৭ লাখ ২৭ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৭৩ লাখ ৪২ হাজার ৮৬৬ জন। খবর এএফপি, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটার ও ইয়াহু নিউজের। এদিকে চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৪ লাখের ঘরে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ ২৪ হাজার।
×