ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

প্রকাশিত: ২৩:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২১

দেশে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। তবে কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। নমুনা সংগ্রহের বিপরীতে দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় দিনেও এই হার পাঁচ শতাংশের নিচে থাকল। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন, যা আগেরদিন ছিল ২৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৭৬ জন। মঙ্গলবার এক হাজার ৫৬২ জনের শনাক্ত হবার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার চার দশমিক ৭৯ শতাংশ। মঙ্গলবার ছিল চার দশমিক ৬৯ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে সরকারী হিসাবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭ হাজার ৩১৩ জন আর শনাক্ত হওয়া এক হাজার ৩৭৬ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন সরকারী হিসাবে শনাক্ত হলেন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন, তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ছয় হাজার ১৩৬ জন।
×