ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ২৩:১২, ২৩ সেপ্টেম্বর ২০২১

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি ॥ একদিন পণ্য পরিবহন বন্ধ রাখার পর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠক শেষে ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মোঃ মনির কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করার ঘোষণা দেন। ১৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট শুরু করেন পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকরা। একদিন পর বুধবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলো। ফলে বুধবার বিকেল থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং বিকেল থেকে চলতে শুরু করেছে ট্রাক-কাভার্ডভ্যান ও প্রাইমমুভার। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের দাবি-দাওয়াগুলো শুনেছি। ১৫টি দাবি তারা যথাযথভাবে উত্থাপন করেছেন। যে দাবিগুলো তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এগুলো এখনই করা উচিত; সেগুলো সম্পর্কে বলেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেগুলো মনে করেছি সময় লাগবে, সেগুলো আমাদের সচিব নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা আমাদের বিআরটিএ’র চেয়ারম্যান, তিনি একটি টাস্কফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করবেন; তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল। তিনি বলেন, অন্যান্য দাবি-দাওয়া যেগুলো ছিল সবগুলো নিয়ে দীর্ঘ আলাপ হওয়ার পরে তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা যেসব কর্মসূচী ঘোষণা করেছেন সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রীর এ বক্তব্যের পর ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মোঃ মনির কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করার ঘোষণা দেন। তিনি বলেন, মন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আনন্দিত। আমরা আমাদের ৭২ ঘণ্টার যে কর্মসূচী ছিল সেটি প্রত্যাহার করে নিলাম। এরপর মালিক এ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদও বলেন, দীর্ঘ সময়ের বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম। চট্টগ্রামে স্বস্তি ॥ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানান, ট্রাক-কাভার্ডভ্যান ও প্রাইমমুভার ধর্মঘট প্রত্যাহারে এসেছে স্বস্তি। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ফলপ্রসূ বৈঠক শেষে আন্দোলনকারী সংগঠন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণার পর শুরু হয়েছে পণ্য পরিবহন। ফলে বন্দর ব্যবহারকারী সংস্থা এবং আমদানি রফতানিকারকদের উদ্বেগের অবসান হয়েছে। চট্টগ্রাম বন্দর এবং বেসরকারী আইসিডিগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরের পর থেকে সচল হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোর চাকা। বন্দর থেকে আমদানির পণ্য ডেলিভারি গ্রহণের কাজও শুরু হয়। তবে আগের দিন এবং বুধবার দিনের প্রথমার্ধ পর্যন্ত স্থবিরতা বজায় ছিল।
×