ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২২:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২১

টুকরো খবর

পরিবহন চাঁদাবাজ গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- শহীদুল ইসলাম (৩০), হুমায়ূন আলী (৪৫), নবীন (১৯) ও সেলিম (২৯)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঁদাবাজির ১৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। ৪ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকির পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আলমগীর জাহান। ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে লিয়াকত সিকদার হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আউড়িয়া ও ৩ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি পলাশ সীমাখালী গ্রামের পলাশ মোল্লা, রুবেল শেখ ও গোপী নাথকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়। বুধবার চেয়ারম্যান পলাশকে রিমান্ডের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। মাতৃদুগ্ধপান কেন্দ্র উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলার লিগ্যাল এইড অফিস কর্তৃক আয়োজিত আগত বিচারপ্রার্থী ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য বুধবার দুপুরে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রের উদ্বোধন করেন জেলার লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঁঞা। উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএ তরিকুল কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান মণ্ডল এবং এসএম রেজাউল বারী, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মহিদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট একরামুল আমিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তহিদুল হক সরকার প্রমুখ। ভারতীয় নাগরিকসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারারে সময় দীপঙ্কর বিশ্বাস (২৩) ও দিয়া বিশ্বাস (৫) নামে দুই ভারতীয় নাগরিক এবং সাগরিকা খাতুন (২৭) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে সীমান্তের মাটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যলাইন থেকে তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেন। মাদকসেবীর তিন মাসের জেল নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ মির্জাপুরে মাদক সেবনের অপরাধে প্রত্যয় বাকালী (৫০) নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের বাকালী পাড়ায় অভিযানকালে এই জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন। প্রত্যয় বাকালী ওই গ্রামের অনাথ বাকালীর ছেলে। নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় কমিটি কর্তৃক জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কমিটির নব নির্বাচিত সদস্যরা জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে বুধবার শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে অবস্থিত প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, এরপর শহীদ মিনারে ও ৭১’র স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
×